বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ আওয়ামী লীগ নেতা রিজ্জাকুল রহমান রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু ওই রাতে নিজ গ্রামে মামাতো ভাই শাহ আলমের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। খবর পেয়ে এসআই আল মামুনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর রাজুর হাতে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেয়ার পথে সেখানে উপস্থিত তার কয়েকশ আত্মীয়-স্বজন ও স্থানীয় নেতাকর্মী পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এই ঘটনা ঘটে।





