মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের মালিককে ছুরিকাঘাত করে ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আহত দোকান মালিকের নাম শুভ দাস (৩৫)। তিনি শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। বর্তমানে তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শুভ দাস তার দোকানে কাজ করছিলেন। এ সময় দুইজন মুখোশধারী দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এরপর দোকানের আলমারি ভেঙে প্রায় ২০ ভরি স্বর্ণালংকার লুট করে তারা পালিয়ে যায়।






