জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের প্রতি অতি আস্থা রাখাই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি অভিযোগ করেন, ওই উপদেষ্টাদের বিশ্বাস করেই তিনি প্রতারিত হয়েছেন।
সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি জানান, অচিরেই তিনি সেই “প্রতারক উপদেষ্টাদের” নাম প্রকাশ করবেন।
নাহিদ ইসলাম বলেন, “ছাত্ররা যদি উপদেষ্টা না হতো, সরকার তিন মাসও টিকত না। তবে কয়েকজন উপদেষ্টাকে অন্ধভাবে বিশ্বাস করাই ছিলো সবচেয়ে বড় ভুল।”
তিনি আরও দাবি করেন, উপদেষ্টা পরিষদের কয়েকজন ইতোমধ্যে নিজেদের জন্য ‘সেফ এক্সিট’ নিশ্চিত করতে চাচ্ছেন এবং গোপনে কিছু রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সাক্ষাৎকারে নাহিদ ইসলাম আরও বলেন, “৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিয়েছে রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়।”
(ইনকিলাব থেকে)





