চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশের পণ্য রফতানি আয়ে কিছুটা ধাক্কা লেগেছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর হালনাগাদ প্রতিবেদনে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে রফতানি আয় দাঁড়িয়েছে ৩৬২ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬১ শতাংশ কম।
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রফতানি আয়ের পরিমাণ ছিল ৩৮০ কোটি ২৮ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রফতানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, কাঁচামালের মূল্যবৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাসের কারণে রফতানি খাতে এই পতন ঘটেছে। তবে চলতি অর্থবছরের বাকি সময় রফতানি পুনরুদ্ধারে সরকার ও ব্যবসায়ীরা আশাবাদী।
রোববার (৫ অক্টোবর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।





