দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক অগ্রগতি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির ফলে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলারে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (BPM6) পদ্ধতি অনুযায়ী হিসাব করলে, বর্তমানে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬২ বিলিয়ন মার্কিন ডলার।
রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বা রেমিট্যান্সের ধারাবাহিক বৃদ্ধি রিজার্ভে নতুন গতি এনেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩১ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সে এই উত্থান অর্থনীতিতে স্বস্তি ফিরিয়েছে এবং আগামী মাসগুলোতে রিজার্ভের অবস্থান আরও স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।





