দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো ভরি প্রতি স্বর্ণের দাম দুই লাখ টাকা ছাড়িয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা। আগের চেয়ে ভরি প্রতি বেড়েছে ৩ হাজার ১৫০ টাকা। মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে এ দাম কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী—
২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা,১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা,আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ নিয়ে চলতি বছরে বেশ কয়েক দফায় স্বর্ণের দাম বাড়ানো হলো। বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি এবং ডলারের মূল্যবৃদ্ধিই এ প্রভাব ফেলছে স্থানীয় বাজারেও।
সোমবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।