হজযাত্রীদের সুবিধার্থে পাসপোর্ট সংক্রান্ত শর্ত শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও হজের জন্য নিবন্ধন করা যাবে।
তবে নির্দেশনায় আরও বলা হয়েছে, ভিসা ইস্যুর সময় পাসপোর্টের মেয়াদ অবশ্যই হালনাগাদ করতে হবে। নিবন্ধনের সময় মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করা গেলেও ভিসা প্রাপ্তির আগে নতুন মেয়াদসহ পাসপোর্টের তথ্য সিস্টেমে আপডেট না করলে ভিসা ইস্যু করা হবে না।
উল্লেখ্য যে, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আসন্ন ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
মঙ্গলবার (৭ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুকদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।