ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্ক। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি), ইস্তাম্বুল পুলিশ ও প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারদের একজনের নাম সেরকান সিচেক, যিনি সরাসরি মোসাদের নির্দেশে কাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। অন্যজন, আইনজীবী তুগরুলহান দীপ, গোপন তথ্য সংগ্রহ করে তা ওই নেটওয়ার্কের কাছে বিক্রি করতেন বলে দাবি করেছে তদন্তকারীরা।
দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ ও রাজনৈতিক–সামরিক গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার খোঁজে তদন্ত চালাচ্ছে তুরস্কের গোয়েন্দা সংস্থা।