ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় একটি চলন্ত বাস চাপা পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির সময় পাহাড় থেকে বিশাল পাথর ও মাটি ধসে বাসটির ওপর পড়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে জানা যায়, হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের ঘুমারউইনগামী বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে এক্সকাভেটরের সাহায্যে বাসের ছাদ কেটে ভেতরে ঢুকে উদ্ধার অভিযান চালায়। এ সময় তিনজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে দুই লাখ রুপি ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে সহায়তা ঘোষণা করেছেন।চলমান বর্ষায় হিমাচলের পাহাড়ি এলাকায় একের পর এক ভূমিধস ঘটায় স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে।






