গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকসেবনের কারণে দুই যুবককে তিন মাসের কারাদণ্ড ও দুইশ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ অক্টোবর) উপজেলার টুটাপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামের মোশারফ হোসেন হাওলাদারের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রিফাত জামান হাওলাদার (২৮) এবং কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে নাদিম মাহমুদ (১৯)।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ। আদালত দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।






