নিলামের মাধ্যমে আরও ১০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, বর্তমানে বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি। রপ্তানিকারক ও প্রবাসী আয়ের সঙ্গে সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষায় বাজারমূল্য স্থিতিশীল রাখতে গত জুলাই থেকে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। এ পর্যন্ত মোট ২০৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে।
গতকাল বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে ‘মাল্টিপল প্রাইস অকশন’ পদ্ধতিতে ডলার কেনা হয়। ওই নিলামে প্রতি ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২১ টাকা ৮০ পয়সা।





