সর্বশেষ
মহানবী (সা.) অবমাননা করে রাজীব সাহা এখনো অধরা
জুলাই সনদকে ইতিবাচক বললেও নির্বাচনী পরিকল্পনায় অসন্তোষ জামায়াতসহ সমমনা ৮ দলের
শিবচরে ট্রাকে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর
শেখ হাসিনাসহ তিনজনের মামলায় রাজসাক্ষী হাজির ট্রাইব্যুনালে
শাপলা চত্বরে গণহত্যা তদন্তে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল
নামসর্বস্ব সংগঠনের ব্যানারে ফের সক্রিয় ইসকন
শরিয়াহ আইন কার্যকর না হওয়া পর্যন্ত হামলা চলবে: টিটিপি
পরিবেশবান্ধব নির্বাচন নিশ্চিত করতে পোস্টার নিষিদ্ধ করল কমিশন
ভারত থেকে আমদানির খবর ছড়াতেই পেঁয়াজের দামে পতন
আসামে ৫৮০ মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দিল রাজ্য সরকার
ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা-মাছি মারার হুকুম কী?
জামায় কবুতরের বিষ্ঠা থাকলে কি নামায সহীহ হবে?
চৌদ্দগ্রামে ট্রাক-সিএনজি-অটোর ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩, আহত ৫
নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথ কর্মসূচি প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি প্রধান উপদেষ্টার প্রেসসচিবের
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আলেমদের ঐক্যবদ্ধ আহ্বান

মনিটাইজেশন নিয়ে ইসলাম কী বলে?

ইসলামিক ডেস্ক

ইউটিউব-ফেসবুক পেজ থেকে আয়কৃত টাকা বৈধ কিনা?

বিশেষজ্ঞ আলেমদের গবেষণালব্ধ সিদ্ধান্ত হচ্ছে ইউটিউব কিংবা ফেসবুক পেজ মনিটাইজেশন করার মাধ্যমে যা উপার্জন করা হয় তা বৈধ নয়। বিষয়টি অনুধাবন এর জন্য আমাদের একটু ব্যাখ্যায় যেতে হচ্ছে।

প্রথমে আমাদের জেনে নিতে হবে ইউটিউব কর্তৃপক্ষ আমাদেরকে কিসের বিনিময়ে টাকা দিচ্ছে। এক্ষেত্রে আমরা দেখতে পাই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পর গুগলের একটি বিশেষ সার্ভিস ‘গুগল এডসেন্স’ অর্থের বিনিময়ে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন ইউটিউবসহ অন্যান্য ওয়েবসাইটে প্রচার করে। আর সে অর্থের একটি নিদিষ্ট একটি অংশ ইউটিউবারদের দিয়ে থাকে।

অনুরূপভাবে ফেসবুক কতৃপক্ষ ফেসবুক পেজ মালিকদের দিয়ে থাকে। তাহলে বুঝা গেল, গুগল যে অর্থ দিয়ে থাকে তা হলো বিজ্ঞাপন প্রদর্শনের বিনিময় হিসেবে। যে বিজ্ঞাপনের মূল একটি অংশই থাকে অশ্লীলতা কিংবা নারীদেহের প্রদর্শনী। এ ধরনের অশ্লীলতার প্রচার প্রসারের মানেই হচ্ছে অশ্লীলতার প্রচার প্রসার। ইসলামী শরীয়তে যা মারাত্মক অন্যায়।

ইসলামিক ল’ এর অন্যতম একটি মূলনীতি হচ্ছে,

الإعانة على المعصية معصية

“কোন গুনাহের কাজে সহযোগিতা করাও গুনাহের অন্তর্ভুক্ত।”

আল্লাহ তা’আলা ইরশাদ করেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ

“সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যকে সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যকে সহায়তা করো না।” (সূরা মায়দিা: ২)

অপর আয়াতে আল্লাহ তা’আলা ইরশাদ করেন,

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

“যারা মুমিদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, নিশ্চয়ই তাদের জন্য ইহকালে ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।” (সূরা নুর: ১৯)

 

সেনসিটিভ অপশন বন্ধ করলে কি ইনকাম হালাল?

অনেক ভাই বলে থাকেন, গুগল এডসেন্সে সেনসিটিভ অপশন বন্ধ রাখার সুযোগ রয়েছে। সেটা বন্ধ করে কেউ যদি অনৈসলামিক বিজ্ঞাপনগুলো উপেক্ষা করে তার চ্যানেল চালু রাখে, তাহলে ইউটিউব থেকে আয়কৃত অর্থ তার জন্য হালাল হবে।

এটা শুধু ধারণাই মাত্র, বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। আমরা যতদুর জেনেছি গুগল তার ৬০০ এর মত ক্যাটাগরির মধ্যে মাত্র ২০০ ক্যাটাগরি বøক করার অধিকার দিয়েছে। এর বাহিরে কোন ক্যাটাগরি আমরা চাইলেও বন্ধ করতে পারবো না। এগুলো আমাদের অধিকার এর বাহিরে। কাজেই অন্যান্য ক্যাটাগরি থেকে চলে আসা এড ইচ্ছায় হোক বা অনিচ্ছায় আমরা দেখতে বাধ্য।

স্কিপেবল এড এর ক্ষেত্রে ইনকাম:

অনেকে মনে করেন স্কিপেবল অ্যাডের ক্ষেত্রে ইনকাম বৈধ। কেননা এতে অ্যাডগুলো এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে।  কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। কেননা স্কিপেবল অ্যাডের ক্ষেত্রেও নিদিষ্ট সময় অ্যাড দেখতে হয় তারপর স্কিপ করার সুযোগ থাকে। শুরু থেকেই স্কিপ করা সুযোগ থাকে না সুতরাং এমন অ্যাড থেকে অর্জিত ইনকাম বৈধ নয়।

 

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ