যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আরও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে অঙ্গরাজ্যের রাজধানী জ্যাকসন থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরের লেল্যান্ড শহরের প্রধান সড়কে। শহরটির মেয়র জন লি মার্কিন গণমাধ্যম সিবিএসকে জানিয়েছেন, গুরুতর আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা যায়নি।
স্থানীয়দের মতে, শুক্রবার লেল্যান্ডে মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। দিনটি ছিল স্থানীয় স্কুলের ঐতিহ্যবাহী ‘হোমকামিং’ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ফুটবল ম্যাচের দিন। খেলা শেষে জনসমাগম ছত্রভঙ্গ হওয়ার কিছুক্ষণ পরই গুলির ঘটনাটি ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।






