পাকিস্তান সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে তালেবান শাসিত আফগান সেনাবাহিনী। স্থানীয় সময় রোববার (১২ অক্টোবর) দুপুরে আফগান সংবাদমাধ্যম টোলোনিউজ জানিয়েছে, আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় কুনার প্রদেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় যুদ্ধসজ্জা জোরদার করেছে। খবর আল জাজিরার।
এর আগে, আফগান বাহিনী রাতভর ভারী অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সেনাদের সঙ্গে তীব্র সংঘর্ষে জড়ায়। এতে ইসলামাবাদের অন্তত ৫৮ জন সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে বলে দাবি করেছে তালেবান প্রশাসন। পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তানি বাহিনীর ২৫টি সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণে নেওয়ার কথাও জানানো হয়েছে।
আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, আফগানিস্তানের সব সীমান্ত এলাকা বর্তমানে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, “পাকিস্তানি বাহিনীর অবৈধ অনুপ্রবেশ ও আগ্রাসন ঠেকাতে আমরা প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছি।”








