ইসরাইলের হাতে বন্দি থাকা সকল জীবিত জিম্মি মুক্তির পর এবার ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সর্বশেষ তথ্যে জানা গেছে, মোট ১৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হচ্ছে। তাদের বহনকারী ৩৮টি বাসের মধ্যে প্রথম দুটি ইতোমধ্যেই ফিলিস্তিনের রামাল্লায় পৌঁছেছে।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে প্রায় ১৭০০ জন ছিলেন আটক অবস্থায় এবং বাকি ২৫০ জন কারাবন্দি ছিলেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। প্রিয়জনদের ফিরে পাওয়ার অপেক্ষায় রামাল্লার রাস্তায় ভিড় করেছেন উদ্বিগ্ন ফিলিস্তিনি স্বজনরা, যারা দীর্ঘদিন পর প্রিয়জনদের আলিঙ্গন করতে মুখিয়ে আছেন।






