গণবিক্ষোভের জেরে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছাড়ার পর দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, মাদাগাস্কারের সেনাবাহিনীর এক কর্নেল সামরিক বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবে ভোট দেন দেশটির সংসদ সদস্যরা। মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় পরিষদের অধিবেশনে ১৩০ জন এমপি অভিশংসনের পক্ষে মত দেন। তবে এই ভোট প্রক্রিয়াকে বেআইনি বলে দাবি করেছেন রাজোয়েলিনা।
সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার পরও ওই সভা অনুষ্ঠিত হয়েছে, যা সংবিধানবিরোধী। তার পরপরই সেনাবাহিনীর ক্ষমতা দখলের ঘোষণা আসে।
সূত্র: বিবিসি








