যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে সহিংস পদ্ধতিতেও হামাসকে অস্ত্রবিহীন করা হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই’র সঙ্গে বৈঠকের সময় তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, আমরা আগেই জানিয়েছি—তাদের অস্ত্র ছেড়ে দিতে হবে; যদি তারা তা না মানে, তবে দ্রুতই আমরা সেটা করব। প্রয়োজন হলে বলপ্রয়োগ করেই তাদের নিরস্ত্র করা হবে, তিনি আরও বলেন, তারা আমাকে আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা অস্ত্র ছাড়বে।
এরই মধ্যে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে হামাস নেতাদের সরাসরি আলোচনা হয়েছে—যা দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ স্তরের বৈঠক হিসেবে চিহ্নিত।








