আফগানিস্তানের রাজধানী কাবুলে এক শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে এ বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে কাবুলের একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় মানবিক সংস্থা, যাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি খবরটি প্রকাশ করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাবুলের পূর্বাঞ্চলে একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। সেখানে বোমা নিষ্ক্রিয়কারী দল, ড্রোন ও ফরেনসিক বিশেষজ্ঞরা কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পর আশপাশের ভবন কেঁপে ওঠে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সতর্কতামূলকভাবে পার্শ্ববর্তী ভবনগুলো খালি করা হয়েছে এবং সব হাসপাতালকে জরুরি অবস্থায় রাখা হয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানিয়েছেন, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, “নিরাপত্তা বাহিনীকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।”
আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এ বিস্ফোরণ ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত এলাকায় সংঘর্ষে বেসামরিক ও সামরিক উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে ৯ অক্টোবর কাবুলের সরকারি এলাকা আব্দুল হক স্কয়ারের কাছে দুটি পরপর বিস্ফোরণ হয়েছিল, যা ধারণা করা হয় পাকিস্তানভিত্তিক তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের লক্ষ্য করে ঘটানো হয়েছিল। তবে সে সময়ও কোনো গোষ্ঠী দায় নেয়নি।








