আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। শুক্রবারের এ হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও প্রায় ১৭৯ জন। নিহতদের মধ্যে পাকতিকা প্রদেশের উরগুন জেলার তিন ক্রিকেটারও রয়েছেন— কবির, সিবগাতুল্লাহ ও হারুন।
কান্দাহার প্রদেশের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা আফগান জানান, হতাহতদের সবাই বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
এর আগে ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে টানা সংঘর্ষ ও পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর, ১৭ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে নতুন করে এ বিমান হামলা চালায় পাকিস্তান।








