নাটোরের লালপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাবা ও মেয়ে—একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিয়ে দুজনেই পাস করেছেন। তাদের এই সাফল্যে এলাকায় চলছে প্রশংসার জোয়ার। এর আগে তারা একসঙ্গে এসএসসিতেও উত্তীর্ণ হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে হালিমা খাতুন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এ বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
আব্দুল হান্নান ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন। এরপর সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়েন। তবে শিক্ষার প্রতি ভালোবাসা তাকে আবার টেনে আনে। ২০২৩ সালে রুইগাড়ি হাইস্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেন তিনি। সে সময় তিনি কাউকে না জানিয়ে স্কুলে ভর্তি হয়েছিলেন এবং নিজের মেয়ের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে সফলতা পান।
চলতি বছর হান্নান বাঘা কাকড়ামারি কলেজ থেকে ও তার মেয়ে হালিমা গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।
হালিমা খাতুন বলেন, “বাবার শিক্ষার প্রতি আগ্রহ আমাকে অনুপ্রাণিত করেছে। সংসারে অভাব-অনটন থাকলেও আমরা চাই একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে।”






