বিশ্বজুড়ে ভিসা নীতিমালা কঠোর হওয়ায় ক্রমেই কমছে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশকে বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম স্থানে।
অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও উন্নত ও উদীয়মান অনেক দেশ এখন বাংলাদেশি নাগরিকদের ভিসা দিতে অনিচ্ছা প্রকাশ করছে। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন ও বিদেশে কিছু বাংলাদেশির অপরাধমূলক কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। ফলে বেশ কিছু দেশ প্রবেশের আগে কঠোর যাচাই-বাছাই চালাচ্ছে।
তথ্য অনুযায়ী, অনেক বাংলাদেশি ভ্রমণ ভিসায় বিদেশে গিয়ে নির্ধারিত সময়ের চেয়ে বেশি অবস্থান করেন কিংবা অবৈধভাবে কাজ শুরু করেন। কেউ কেউ আবার সেই সুযোগে তৃতীয় দেশে অনুপ্রবেশের চেষ্টাও করেন, যার ফলে পরবর্তীতে তারা গ্রেপ্তার ও নির্বাসনের মুখে পড়েন।





