দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন দমনে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ধারাবাহিকতায় দেশজুড়ে শুরু হয়েছে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের ব্যাপক ধরপাকড় অভিযান।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এদের মধ্যে ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে বা তারা ইতোমধ্যে সেই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
নোয়েম বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করে তুলছি, যাতে আমাদের পরিবারগুলো উন্নতি করতে পারে, সমৃদ্ধ হতে পারে এবং সেই স্বাধীনতা উপভোগ করতে পারে, যার ভিত্তিতে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছিল।”
এর আগে গত মাসে স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছিল, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর (২০ জানুয়ারি থেকে) প্রায় ২০ লাখ অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্র ছেড়েছেন। তাদের মধ্যে প্রায় ১৬ লাখ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন, আর বাকি চার লাখেরও বেশি ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়েছে—সবই ২৫০ দিনের মধ্যে।
এদিকে সোমবার ট্রাম্প আইন প্রয়োগকারী সংস্থাগুলোর এ তৎপরতার প্রশংসা করে বলেন, “দেশকে নিরাপদ রাখতে তাদের ভূমিকা অসাধারণ।”