ভারতের হরিয়ানা রাজ্যের ২৫ থেকে ৪০ বছর বয়সী ৫০ তরুণকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ফেরার সময় তাদের হাতে হাতকড়া ও পায়ে বেড়ি পরানো ছিল।রোববার (২৬ অক্টোবর) ভোরে বিশেষ ফ্লাইটে তাদের ভারতে পাঠানো হয়।
উন্নত জীবনের স্বপ্নে ভর করে জমি বিক্রি, বাড়ি বন্ধক রাখা ও দালালদের প্রলোভনে পড়ে তারা যুক্তরাষ্ট্রের পথে পা বাড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় দেশটির কর্তৃপক্ষ তাদের প্রত্যাবাসন করেছে।
হরিয়ানার স্থানীয় প্রশাসন জানায়, ফেরত পাঠানোদের মধ্যে ১৬ জন কারনাল, ১৪ জন কাইথাল, ৫ জন কুরুক্ষেত্র ও ১ জন পানিপথ জেলার বাসিন্দা। তারা সবাই দক্ষিণ ও মধ্য আমেরিকার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছিলেন, যা মানবপাচারের কুখ্যাত “ডানকি রুট” নামে পরিচিত। কেউ সেখানে কয়েক বছর ধরে ছিলেন, আবার কেউ মাত্র কয়েক মাস। ফেরার আগে কয়েকজনকে আটক ও কারাভোগও করতে হয়েছে।
কারনালের ২৬ বছর বয়সী রাহরার অঙ্কুর সিং জানান, ২০২২ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে তার খরচ হয়েছিল প্রায় ২৯ লাখ রুপি। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ পেরিয়ে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় চার মাস।
তিনি বলেন, “আমি ডানকি রুট হয়ে যুক্তরাষ্ট্রে যাই। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু জর্জিয়া অঙ্গরাজ্যের একটি মদের দোকানে কাজ করার সময় আমি ধরা পড়ি।”
অঙ্কুর আরও জানান, তাকে আটক কেন্দ্রেই রাখা হয় এবং ২৪ অক্টোবর ভারতে ফেরানোর ফ্লাইটে তোলা হয়। ওই বিমানে হরিয়ানার প্রায় ৫০ জন ছাড়াও পাঞ্জাব, হায়দরাবাদ, গুজরাট ও গোয়ার তরুণরাও ছিলেন।
সূত্র: পার্স টুডে






