রাজধানীর ডেমরায় ভাড়া বাসা থেকে আজিমুন্নেসা (৫২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ছেলেকে বিদেশ পাঠানোর জন্য নেওয়া ঋণের চাপ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পূর্ব বক্সনগর এলাকার একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেল ৩টার দিকে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, আজিমুন্নেসা স্বামী ও সন্তানদের নিয়ে পূর্ব বক্সনগরের মো. ফারুক উদ্দিনের তিনতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে।
ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
মৃত নারীর মেয়ে মিম আক্তার জানান, ‘মা কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিলেন ভাইকে বিদেশ পাঠানোর জন্য। ঋণের টাকা শোধ করতে না পেরে তিনি গভীর মানসিক চাপে ছিলেন। সেই হতাশা থেকেই হয়তো মা আত্মহত্যা করেছেন।’ তিনি আরও বলেন, ‘মাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখে আমরা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিই।’





