সুদানের এল ফাশার শহরে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন, যেন তারা সুদানের বাস্তব চিত্র ও মানুষের কষ্ট বিশ্ববাসীর সামনে তুলে ধরে।
শুক্রবার (৩১ অক্টোবর) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত টিআরটি ওয়ার্ল্ড ফোরামে বক্তৃতাকালে এরদোয়ান এসব কথা বলেন।
তিনি বলেন, “নিরপরাধ মানুষের রক্ত ঝরানো কোনোভাবেই সহ্য করা যায় না, এ বিষয়ে নীরব থাকাও অন্যায়ের শামিল।” এরদোয়ান আরও বলেন, “এল ফাশারসহ আশপাশের এলাকায় চলমান হামলা অবিলম্বে বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষকে সুরক্ষা দিতে হবে।”
তুরস্ক সুদানের জনগণের পাশে আছে উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “আমরা আন্তরিকভাবে ও স্বচ্ছভাবে সুদানকে সহায়তা দিতে প্রস্তুত।”
সূত্র: আনাদোলু








