গাজা উপত্যকায় যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেই অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইহুদিবাদী দখলদার ইসরাইল।
সোমবার (৩ নভেম্বর) দক্ষিণ গাজায় তাদের নতুন হামলায় প্রাণ হারিয়েছেন শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
গাজাবাসীদের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই ইসরাইল প্রায় ২০০ বার চুক্তি ভঙ্গ করেছে। স্থানীয়রা বলছেন, কোয়াডকপ্টার ড্রোন ব্যবহার করে আবাসিক ভবনে গ্রেনেড নিক্ষেপ করছে তেল আবিবের বাহিনী।
যুদ্ধবিরতির পরও এসব হামলায় এখন পর্যন্ত প্রায় আড়াইশ ফিলিস্তিনি নিহত এবং আরও ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন।








