সৌদি আরবে মদিনার কাছাকাছি মুফরিহাত এলাকায় ওমরাহ পালন শেষে ফেরার পথে ভারতীয় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ডিজেলবাহী ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৪২ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে হায়দরাবাদের বেশ কয়েকজনও রয়েছেন বলে জানা গেছে।
সোমবার ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা স্থানীয় প্রশাসনের। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। রিয়াদে ভারতীয় দূতাবাস হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করতে এবং জীবিতদের সহায়তায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।








