বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি–সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, “স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার টানা ১৭ বছর বেআইনিভাবে ক্ষমতায় থেকে দেশের শিক্ষাব্যবস্থাকে বিপর্যস্ত করেছে।”
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের বাসুদেবপুর ডা. নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে তিনি এসব মন্তব্য করেন।
দুলু আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালে দেশে নকলবিহীন শিক্ষা পরিবেশ তৈরি করেছিল। নকল একটি জাতিকে কীভাবে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে—তা অনুধাবন করেই সে সময় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।





