পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার নেতৃত্বাধীন রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে দেশটির বৃহত্তম প্রদেশ পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ।
মুসলিম লীগ (নওয়াজ)-এর সংসদ সদস্য তাহির পারভেজ প্রস্তাবটি পরিষদে উত্থাপন করেন। প্রস্তাবে অভিযোগ করা হয়, রাষ্ট্রবিরোধী বক্তব্যের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এবং একটি রাজনৈতিক দল ও তার প্রতিষ্ঠাতা ইমরান খান বিদেশি শত্রু রাষ্ট্রের স্বার্থে কাজ করছেন। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট দল ও নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়।
প্রস্তাবে আরও বলা হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও স্থিতিশীলতার বিরুদ্ধে যাঁরা বক্তব্য দেন বা কর্মকাণ্ডে জড়িত থাকেন—তাঁরা রাজনৈতিক বা অরাজনৈতিক যে পরিচয়েরই হোন না কেন—দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক।
এ ছাড়া প্রস্তাবে পাকিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় নিয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্য এবং তাদের শীর্ষ কর্মকর্তাদের প্রতি পরিষদের পক্ষ থেকে সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সূত্র: এক্সপ্রেস উর্দু, জং ও সামা টিভি







