ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে ২০২৪-২৫ মৌসুমের গোল্ডেন বুট পুরস্কারের মাধ্যমে ইউরোপের শীর্ষ গোলদাতার স্বীকৃতি দেওয়া হয়েছে। গত মৌসুমে বিভিন্ন ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বাধিক গোল করার কৃতিত্বের জন্য তাকে এই সম্মান দেওয়া হলো। রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমে লা লিগায় এমবাপে ৩১টি গোল করেছেন।
পুরস্কারের বিজয়ী পয়েন্ট ভিত্তিকভাবে নির্ধারণ করা হয়। এমবাপে ৬২ পয়েন্ট অর্জন করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন ভিক্তর ইয়োকেরেস, যিনি স্পোর্তিং সিপির হয়ে ৫৮.৫ পয়েন্ট পান। তৃতীয় হন লিভারপুলের মোহামেদ সালাহ, ৫৮ পয়েন্ট নিয়ে।
শুক্রবার সান্তিয়াগো বার্নাব্যুতে প্রেসিডেন্সিয়াল বক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এমবাপের হাতে পুরস্কার তুলে দেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচ শাবি আলোনসো ও দলের অন্যান্য খেলোয়াড়রা। এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে এই পুরস্কার জেতা তৃতীয় খেলোয়াড়। এর আগে ২০১৪-১৫ মৌসুমে এটি জিতেছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, যিনি ক্যারিয়ারে চারবার এই স্বীকৃতি অর্জন করেছেন। সর্বাধিক রেকর্ডধারী এই পুরস্কারে হলেন লিওনেল মেসি, যিনি ছয়বার এটি জিতেছেন।
গোল্ডেন বুটের সর্বশেষ বিজয়ী ছিলেন হ্যারি কেইন, আর তার আগের মৌসুমে এই সম্মান পান আর্লিং হল্যান্ড। এর আগে রবের্ত লেভানদোভস্কি দুই মৌসুম ধারাবাহিকভাবে পুরস্কার জেতেন।








