আইপিএল নিলামে বড় চমক হয়ে উঠেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। তাকে দলে ভেড়াতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজকে নিয়ে নিলামে জোর প্রতিদ্বন্দ্বিতায় নামে চেন্নাই সুপার কিংস ও কলকাতা।
দুদলের টানাপোড়েনে দর ৯ কোটির ঘর পার করলে কলকাতা অতিরিক্ত ২০ লাখ রুপি বাড়ালে চেন্নাই সরে দাঁড়ায়, আর শেষ পর্যন্ত ফিজের ঠিকানা হয় কেকেআর।








