ওমরাহ পালন আরও সহজ করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে যেকোনো ধরনের ভিসাধারী মুসলমান ওমরাহ পালন করতে পারবেন।
মন্ত্রণালয় জানায়, ওমরাহ প্রক্রিয়াকে সহজ করা এবং হজ ও ওমরাহ পরিষেবা সম্প্রসারণের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের সব মুসলমান যেন আরও স্বাচ্ছন্দ্য ও প্রশান্তির সঙ্গে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পারেন—সৌদি আরব সবসময় সেই প্রতিশ্রুতিতেই অটল।
এছাড়া ওমরাহ পালনে সহায়তা দিতে চালু করা হয়েছে ‘নুসুক ওমরাহ’ প্ল্যাটফর্ম, যেখানে ভ্রমণকারীরা অনলাইনে প্যাকেজ নির্বাচন, ই-অনুমতি গ্রহণ এবং নিজের সুবিধামতো সময় বেছে নিয়ে বিভিন্ন সেবা বুক করতে পারবেন।
সোমবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর বরাতে এই তথ্য প্রকাশ করেছে গালফ নিউজ।