আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় এসে পৌঁছেছে হংকং জাতীয় ফুটবল দল। সোমবার রাত পৌঁনে একটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে দলটি।
মোট ৩৭ সদস্যের এই বহরে রয়েছেন ২৫ জন ফুটবলার ও ১২ জন কর্মকর্তা। দলের ২৫ ফুটবলারের মধ্যে ১৩ জনই চীনের বিভিন্ন ক্লাব লিগে খেলেন।
আজ বিকেল সাড়ে ৩টায় উত্তরার এপিবিএন মাঠে প্রথম অনুশীলনে নামবে অতিথিরা। আর আগামীকাল বুধবার (৮ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের আগের শেষ অনুশীলন সেরে নিবে দলটি।
বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮ টায় অনুষ্ঠিত হবে ঢাকায়। এরপর ১৪ অক্টোবর সন্ধ্য ৬টায় হংকংয়ে ফিরতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশের ফুটবলাররা এরই মধ্যে রাজধানীতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন, যেখানে দলের হয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত ইংল্যান্ডফেরত দেওয়ান হামজা চৌধুরী।