গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি। তার মাথায় থাকা বুলেট এখনো অপসারণ করা যায়নি।
শুক্রবার বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মাথার ভেতর গুলিটি রয়েছে এবং বর্তমানে অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার চলছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।





