আগামী জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধুকে সঙ্গে নিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা চালানোর হুমকি দিয়েছেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও বিধায়ক শুভেন্দু অধিকারী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ হুমকি দেন।
এর আগে গত সপ্তাহে বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার চেষ্টা চালায়। সে সময় পুলিশ কঠোর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপ-হাইকমিশনের সামনে ব্যারিকেড স্থাপন করা হয়।
শুভেন্দু অধিকারী দাবি করেন, বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নিপীড়ন বন্ধ না হলে জানুয়ারিতে তিনি পাঁচ লাখ সাধুকে সঙ্গে নিয়ে উপ-হাইকমিশন অভিমুখে অভিযান চালাবেন।
তিনি বলেন, “আমি বাংলাদেশ উপ-হাইকমিশনারকে পরিষ্কারভাবে জানিয়েছি—বাংলাদেশে দুই লাখ হিন্দু যদি নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে আমরা নিশ্চুপ থাকব না। আজ আমরা জোরালোভাবে দাবি জানিয়েছি, হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে।”
আরও বলেন, “যদি হিন্দুদের ওপর সহিংসতা বন্ধ না হয়, তাহলে গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর জানুয়ারিতে পাঁচ লাখ হিন্দু সাধুকে নিয়ে আমি আসব। ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ-হাইকমিশনে যাওয়াই হবে আমাদের লক্ষ্য।”
সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া




