ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর টাইমস অব ইসরাইল।
রোববার (আজ) ভোর প্রায় ৫টার দিকে মধ্য ইসরাইল ও দক্ষিণ পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। সাইরেন বেজে উঠতেই শত শত ইসরাইলি নাগরিক দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়।
কিছুক্ষণ পরেই আইডিএফ জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভেদ করার আগেই ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।