গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন- আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে শেখ হাসিনার পা ধরলেও মাফ পাবেন না — এমন মন্তব্য তিনি করেছেন।
রাশেদ আজ রবিবার (১৯ অক্টোবর) ফেসবুক পেজে পোস্ট করে বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ দেশ অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। তাদের কৌশলে রয়েছে বিভিন্ন স্থানে আগুন লাগানো, গুপ্তহত্যা ও নির্বাচনের ধাক্কা দেওয়া। যদি তারা ফেব্রুয়ারিতে ভোট বাতিল করতে সক্ষম হয়, তাহলে দেশে আবারও ১/১১ জাতীয় পরিণতি ফিরে আসতে পারে। আওয়ামী লীগের ফিরতি পথ কেবল ১/১১-র মতো পরিস্থিতি সৃষ্টি করেই সম্ভব। এজন্য শেখ হাসিনার নির্দেশে তারা আগুনঝুঁকি ও গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে।’
আরো পড়ুন
তিনি সতর্ক করে আরও বলেন, ‘যারা ভোটকেন্দ্রিক রাজনীতির জন্য আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছেন—তারা ভুল করছেন; আওয়ামী লীগ ফিরলে শেখ হাসিনার পা ধরেও কোনো ক্ষমা পাবেন না। তাই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের ভেতরের বিভক্তির কারণে কেউ ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে সুযোগ দেয় যাতে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসে—এটা যেন না ঘটে।’





